বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৬

পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক ৬ কর্মকর্তার পদায়ন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪  

বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের  সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আকরাম হোসেনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক আবু নাসের মোহাম্মদ খালেদকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) বিশেষ শাখায়, পিবিআই’র উপপুলিশ মহাপরিদর্শক মো: মোস্তফা কামালকে পিবিআইতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) এবং শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদশক মো. ছিবগাত উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখুন - 

এই বিভাগের আরো খবর