বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৩

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪  

রাজবাড়ীর পাংশা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর ) উপজেলার  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আবু দারদা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 এসময় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গণমাধ্যম কর্মীরা উপজেলার যানজট, মাদক, বিভিন্ন জিনিস  চুরি হওয়াসহ আইন শৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করেন। আইন শৃঙ্খলা কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর