রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

পরিবেশ রক্ষা ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থার আহ্বান প্রধান উপদেষ্টার

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

 মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়নের আহ্বান জানিয়েছেন। বৈঠকটি ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হয়।

 

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের যোগাযোগ ব্যবস্থা এখন খুবই দুর্বল অবস্থায় রয়েছে। দ্রুত ব্যবস্থা নিলে না হলে এটি অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। নদী ও পানিসম্পদকে রক্ষা করতে হবে এবং কোনো ধরনের পরিবেশগত ক্ষতি হওয়া যাবে না।”

 

বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। এতে দেখানো হয়, দেশের রেলপথ, নৌপথ ও সড়কপথের যথাযথ ব্যবহার এবং অল্পবিস্তর সংস্কার ও সংযোজনের মাধ্যমে পুরো যোগাযোগ ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব।

 

ড. শেখ মইনউদ্দিন বলেন, “যোগাযোগ খাতের একটি সামষ্টিক মডেল তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে অর্থনৈতিক লাইফলাইন নিশ্চিত করা যাবে।” ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, “কিছু ছোট সড়ক নির্মাণের মাধ্যমে পুরো অঞ্চলকে জাতীয় কানেক্টিভিটির সঙ্গে যুক্ত করা সম্ভব। এগুলো দ্রুত পরিকল্পনা করা জরুরি।”

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, “স্থানীয় সরকার বিভাগে একটি প্ল্যানার্স উইং গঠন করা হচ্ছে, যাতে কাজগুলো আরও পরিকল্পিতভাবে সম্পন্ন করা যায়।”
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, “২০৩০ সালের মধ্যে চট্টগ্রামে তিনটি নতুন বন্দর চালু হবে। সড়ক যোগাযোগ যাতে এসব বন্দরের সঙ্গে কার্যকরভাবে যুক্ত হয়, সেই বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে।”

 

বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তারা, পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, বেসামরিক বিমান, নৌপরিবহন, স্থানীয় সরকার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
 

 

এই বিভাগের আরো খবর