সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯২

নাঙ্গলকোটে গার্ডওয়াল না দিলে খালে ভেঙ্গে পড়বে স্কুল

জাফর আহমেদ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজারের উত্তর পাশে ঘাগৈর খালপাড়ে অবস্থিত আইডিয়াল মডার্ন স্কুলটি ঘাগৈর খালে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি ঘাগৈর খালটি খনন করেছে। খনন করার পর খালপাড়ে কোন গার্ডওয়াল না থাকায় খালের পাড় ভেঙ্গে পড়ছে এবং আইডিয়াল মডার্ন স্কুলটি ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্কুলটি যেন খালের মধ্যে বিলীন না হয়, সেজন্য এখনই ওই স্থানে একটি গার্ডওয়াল নির্মাণ জরুরী বলে স্কুলে কর্মরত শিক্ষকরা জানিয়েছেন। হেসাখাল এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দানের লক্ষ্যে এনামুল হক ও আব্দুল হান্নান সহ স্থানীয়রা ১৯৯৮ সালে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আইডিয়াল মডার্ন স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৫ জন ছাত্র-ছাত্রীদেরকে সাতজন শিক্ষক পাঠদান করছেন। স্থানীয় অনুদানে চলা স্কুলটি ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য স্কুলের সামনে ঘগৈর খালে একটি গার্ডওয়াল নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে স্কুল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর