শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ২০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬৮

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকেঃ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরের রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার।

শেষে আনুষ্ঠানিকভাবে পাঁচটি কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্র ফুটপাম্প স্প্রেয়ার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুল ইসলাম। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর