শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন ২৯ এপ্রিল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচন ২৯ এপ্রিল সোমবার। সেদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে।


ভোটদান শেষ হলে গণনার পর ফল ঘোষণা করা হবে। ভিসির প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এই নির্বাচন পরিচালনা করবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খ­) ১৮ নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

অধ্যাদেশের ৩নং ধারা অনুযায়ী একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপকের নাম উক্ত নির্বাচনে প্রার্থীরূপে প্রস্তাব করতে হবে। পদবিসহ তার নাম নির্দিষ্ট মনোনয়নপত্রে যথাযথ সমর্থন ও প্রার্থীর সম্মতিসহ ১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। আগামী ২১ এপ্রিল রোববার দুপুর ১টার মধ্যে যে কোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

এই বিভাগের আরো খবর