বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১১ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬

টংগী সরকারি কলেজে ১৫ শিক্ষকের পদোন্নতিতে একাডেমিক অগ্রযাত্রা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫  

টংগী সরকারি কলেজে একাডেমিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ক্যাম্পাসজুড়ে শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং কলেজের সামগ্রিক শিক্ষা কাঠামোকে আরও দৃঢ় ও গতিশীল করার নতুন অধ্যায় বলে অভিমত জানিয়েছেন প্রশাসন ও শিক্ষাবিদেরা।

 

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের তালিকায় রয়েছে কলেজের প্রায় সব প্রধান বিভাগ। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সহকারী অধ্যাপক হয়েছেন মোঃ আহসানুল কবির। বিভাগটি দীর্ঘদিন ধরে বিজ্ঞানচর্চা ও ল্যাব কার্যক্রমে যে অগ্রগতি দেখিয়ে আসছে, এই পদোন্নতি তাতে নতুন গতি যোগ করবে বলে মনে করছেন সহকর্মীরা।

 

রসায়ন বিভাগ থেকে সুলতানা জান্নাত স্বপ্না এবং মোসা. জান্নাতুন ফেরদৌস পদোন্নতি লাভ করেছেন। গবেষণা, প্র্যাকটিকাল ক্লাস পরিচালনা এবং শিক্ষার্থীদের হাতে–কলমে শিক্ষা দিতে তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য।

 

ইংরেজি বিভাগের আয়শা খাতুন এবং মোঃ জহিরুল ইসলাম পদোন্নতি পেয়েছেন দ্বিতীয় পর্যায়ে। যোগাযোগ দক্ষতা, ভাষা চর্চা এবং আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা বিস্তারে তাঁদের অবদান শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছে।

 

বাংলা বিভাগের কাজী মেরাজুল জান্নাতও স্থান করে নিয়েছেন পদোন্নতিপ্রাপ্তদের তালিকায়। সাহিত্যমনস্কতা, ভাষা বিশ্লেষণ ও পাঠ্যক্রম উন্নয়নে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে পরিচিত।

 

মানবিক বিভাগের সবচেয়ে শক্তিশালী শাখা–রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রাইয়ান বিন্তে রাজ্জাক এবং আররাহমা বিনতে আকরাম পদোন্নতি পেয়েছেন। সমকালীন রাজনীতি, শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর উপর গবেষণা ও শিক্ষাদানে তাঁরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

অর্থনীতির সামষ্টিক–ক্ষুদ্র কাঠামো, বাজার বিশ্লেষণ ও গবেষণামুখী পাঠদানে অবদান রেখে অর্থনীতি বিভাগের রিজওয়ানুর রহমান পেয়েছেন সহকারী অধ্যাপকের মর্যাদা।

 

ব্যবসায় প্রশাসন শাখায় মার্কেটিং বিভাগের সাবেরা ফারহানা এবং ব্যবস্থাপনা বিভাগের মাহমুদুল হাসান তানভীর পদোন্নতি পেয়েছেন। ব্যবসা শিক্ষা, ব্যবস্থাপনা নীতি এবং বাজার আচরণ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তাঁদের অবদান উল্লেখযোগ্য।

 

ধর্মতত্ত্ব শিক্ষা ও মূল্যবোধ গঠনের ক্ষেত্রে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পদোন্নতি পেয়েছেন শেখ জসিম উদ্দিন এবং মোঃ আরিফুজ্জামান। ইসলামী শিক্ষা, নৈতিকতা ও ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধ গঠনে তাঁদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত।

 

পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন গণিত বিভাগের শামসুন নাহার–যাঁর অধ্যাপনা ও কঠোর পরিশ্রম শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে আত্মবিশ্বাসী করে তুলছে।

 

একইভাবে ভূগোল বিভাগের শাহ মোঃ জুলফিকার রহমান গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ অবদান রেখে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।

 

যদিও বড় পরিসরে পদোন্নতি প্রদান কলেজের একাডেমিক অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে—তবু শিক্ষাজগতে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। ফিডার পূর্ণ থাকা সত্ত্বেও শিক্ষা ক্যাডারের ৩৬ ও ৩৭ ব্যাচ এখনো পদোন্নতি না–পাওয়া একটি উল্লেখযোগ্য প্রশ্নবিন্দু। অথচ অন্যান্য ক্যাডারের ৩৬তম ব্যাচ ২০২৩ সালের জুন মাসেই পদোন্নতি পেয়েছে। একটি বৈষম্যহীন, আদর্শ ও লালনযোগ্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে সময়মতো পদোন্নতির বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে এবং যোগ্য সব প্রভাষকের পদোন্নতির ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

 

কলেজ প্রশাসন বলেছে–শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছেন, এ পদোন্নতি তারই স্বীকৃতি। নতুন মর্যাদা তাঁদের দায়িত্ববোধ আরও বৃদ্ধি করবে এবং কলেজের একাডেমিক মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

শিক্ষার্থীরা মনে করছে–এ পদোন্নতি শিক্ষার মান আরও বাড়াবে, উদ্ভাবনী ক্লাসরুম পরিবেশ সৃষ্টি করবে এবং গবেষণামুখী শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করবে।

 

টংগী সরকারি কলেজ আশা করছে, নতুন সহকারী অধ্যাপকদের নেতৃত্বেই কলেজ একাডেমিক উৎকর্ষ ও মানসম্মত শিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

এই বিভাগের আরো খবর