বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫  

রাষ্ট্র সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বহুল প্রতীক্ষিত “জুলাই আদেশ” আজ জারি হচ্ছে। দুপুরে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আদেশটির ব্যাখ্যাসহ আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

 

এর আগে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে জুলাই আদেশটি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হবে। আদেশ জারির পর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদেশটিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

রাজনৈতিক অঙ্গনে এখনো জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। জামায়াতসহ আটটি ইসলামি দল সরকারকে রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে—দাবি না মানলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিতে যাবে। অন্যদিকে বিএনপি ও জামায়াতের বক্তব্যে এখনো দ্বন্দ্ব ও পাল্টা হুমকির সুর স্পষ্ট।

 

সরকার এ অবস্থায় দুটি বড় দলের দাবি মানার ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করছে। আলোচ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—

  • জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন।

  • সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে।

  • গণভোটের ব্যালটে একাধিক প্রশ্ন রাখা হতে পারে।

 

সরকার সিদ্ধান্ত নিয়েছে, গণভোটে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রাখা হবে না। এছাড়া, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ২৭০ দিনের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হবে, তবে ভবিষ্যৎ সংসদের জন্য একটি সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে।

 

জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে ৮৪টি প্রস্তাব দেয়। এর মধ্যে ৯টি বাস্তবায়ন হবে নির্বাহী আদেশে, ২৭টি অধ্যাদেশের মাধ্যমে এবং ৪৮টি প্রস্তাব সংবিধান সংশোধনের জন্য গণভোটে উপস্থাপন করা হবে।

 

“জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫” নামে প্রস্তাবিত এই আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগে পাঁচবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এবারই ষষ্ঠবার তিনি জাতির সামনে আসছেন, যেখানে জুলাই সনদের বাস্তবায়ন ও নির্বাচনের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

 

এই বিভাগের আরো খবর