রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২১

জামালপুরে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১  

আজ দুপুর ২ টায় জামালপুর সদরের কম্পপুর মোড়ে হাসি খাতুন (৩৫) স্বামী ওমর আলী। গ্রাম পাথালিয়া নাপিত বাড়ি। চলন্ত ট্রেনের নিচে পড়ে মারা যান।

মোড়ের আসে পাশের লোকজনদের কাছ থেকে জানা যায়,রেল লাইন থেকে তার বাড়ি কাছেই। ট্রেন চলাচলের সময় প্রতিনিয়তই মোড়ের আসে পাশের সবাই অবগত। হঠাৎ ই অনাকাঙ্ক্ষিত ভাবে ঐ মহিলকে মোড়ের লোকজন দৌড়ে আস্তে দেখে।

কেউ বুঝে উঠার আগেই সে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন।লোকজন মোড় থেকে ঘটনা স্থলে আসতে আসতে ততহ্মণে সব শেষ।
জিজ্ঞাসাবাদে মোড়ের লোকজন সঠিক ভাবে জানাতে পারেনি যে, মহিলার মৃত্যু ইচ্ছাকৃত না চলার পথে দূর্ঘটনা।
তবে তারা সুষ্পষ্ট করেছে যে,যদি মহিলা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতো তাহলে এই দূর্ঘটনা এড়ানো যেতো।

সাব ইন্সপেক্টর তারিক এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা কাউসার, শাপলা খাতুন ও মমতাজ উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।
জানা যায়, ব্যক্তিগত জীবনে উনি পাঁচ সন্তানের মা।৩টি ছেলে ও ২টি মেয়ে রেখে উনার মৃত্যু হলো।

এই বিভাগের আরো খবর