বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯১

চকবাজারে ছাদ থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪  

রাজধানীর চকবাজারে পূর্ব শত্রুতার জেরে আট তলা ভবনের ছাদ থেকে ফেলে মো. জীবন (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে লতিফ নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিক মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জীবন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। বর্তমানে চকবাজার এলাকায় ভাড়া থাকতেন। তিনি একটি স্টেশনারি দোকানের কর্মচারী ছিলেন।

নিহতের চাচা হৃদয় জানান, ‘কিছু কথা আছে’ এই কথা বলে আমার ভাতিজাকে লতিফ নামের একটি ছেলে আমজাদ মিয়ার আটতলা ভবনের ছাদে নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাতিজাকে সে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে আমার ভাতিজার চিৎকার শুনে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। মৃত্যুর আগে ভাতিজা বলে গিয়েছিল লতিফ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মধ্যরাতের দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর