মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৮

ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজতকর্মী গ্রেপ্তার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১  

হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করা সংগঠনটির কর্মী হাছান ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় শুক্রবার মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান।

এর আগে গত ২৮ মার্চ হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে আন্দোলন করে এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। সে বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহের প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে আমার এক ভাই তাকে এখানে বেড়াতে পাঠিয়েছিলেন। শুক্রবার গভীররাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাব। কেন বা কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না।

এই বিভাগের আরো খবর