শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৭

ঘূর্ণিঝড় ফণী : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামীকাল শনিবারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও পরামর্শ দপ্তরের জনসংযোগ পরিচালক মো. ফয়জুল করিম গণমাধ্যমকে বলেন, আগামীকাল শনিবার অনার্স পার্ট-৪, ডিগ্রি প্রথম বর্ষ, বিবিএ চতুর্থ সেমিস্টার ও বিএড অনার্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় ফণীর কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া এসব পরীক্ষার সংশোধিত তারিখ পরে জানানো হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর