সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

গ্রীষ্মের গরমে ‘শীতলপাটি’তে শাকিব-ববির রসায়ন

প্রকাশিত: ১০ মে ২০১৯  

ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান ও ববি হক অভিনীত সিনেমা নোলক। এরইমধ্যে ছবিটির প্রচার প্রচারণার কাজ শুরু হয়ে গেছে। প্রচারণার অংশ হিসেবে ছবিটির টিজারের পর এবার প্রকাশ করা হলো সিনেমাটির প্রথম গান ‘শীতলপাটি’। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। 
গানের ভিডিওতে লাল-সাদা কারুকাজের পাঞ্জাবী, ধবধবে সাদা পায়জামা, গলায় রঙিন মাফলারের হাজির হন শাকিব খান। যেখানে রঙ ছড়ানো পরিবেশে সহশিল্পীদের সঙ্গে ঢোলে বাড়ি দিচ্ছেন শাকিব খান। তার সঙ্গে নেচে গেয়ে অভিনয় করেছেন ববি। পুরো গনটিতে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।

‘শীতল পাটি’ শিরোনামের গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ূন। জানাগেছে, ‘শীতল পাটি’ গানের দৃশ্যায়ন হয়েছে হায়দ্রাবাদ ও তামিলনাড়ুর বিভিন্ন লোকেশন ও দুর্গম পাহাড়ে।

নোলক ছবিতে শাকিব খান ও ববি ছাড়া  আরো অভিনয় করছেন মৌসুমী, ওমরসানী, শহীদুল আলম সাচ্চু, অনুভত মাহাবুব সহ অনেকে।

এই বিভাগের আরো খবর