রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩৪

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্কে বাঘের থাবায় আহত কর্মচারী

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বাঘের থাবায় মজনু মিয়া নামের এক কর্মচারী আহত হয়েছে।

আহত মজুন মিয়া উপজেলার বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। সে সাফারীপার্কের আউটসোর্সিং কর্মচারী বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

তাকে স্থানীয় আল-হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, কোর সাফারী অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে বেষ্টানীর বেশ কিছু বাঘ ছিল। এসময় এনক্লোজারের সামনে হঠাৎ করে এই কর্মচারী বাঘের সামনে পড়ে গেলে সে থাবা দেয়। এ ঘটনায় পার্কের অন্যান্য কর্মচারীরা মিলে বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আলহেরা হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক গোলাম মেহেদী হাসান বলেন, বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নীচে ক্ষত তৈরী হয়েছে। সাথে তার বাম হাতের শোল্ডার স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর