রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১১

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ শিশুর মৃত্যু

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

গাজীপুর সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেরে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা এবং  রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ দুটি উদ্ধার করেছেন।

কোনাবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত মো: মালেক খসরু খান জানান, নিহতের পরিচয় পাওয়া যায় নি। তাদের লাটিম রয়েছে। ধারনা করা হচ্ছে শিশু দুজন ওই রেল লাইনের পাশে খেলতে এসে এ দুর্ঘটনায় পড়েছে। নিহতের দুজনের পড়নেই জিন্সের প্যান্ট এবং একজনের শরীরে কমলা রংঙ্গের গ্যাঞ্জি রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

এই বিভাগের আরো খবর