শনিবার   ১৮ অক্টোবর ২০২৫   কার্তিক ৩ ১৪৩২   ২৫ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ: ইউনূস

মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫  

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের ফসল হিসেবেই ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে, যা বাংলাদেশের এক নতুন জন্মের সূচনা করেছে। তিনি এই সনদ স্বাক্ষরকে গণঅভ্যুত্থানের ‘দ্বিতীয় অধ্যায়’ হিসেবে অভিহিত করেন এবং আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “জাতি আজ এক নবজন্মের দোরগোড়ায় দাঁড়িয়ে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে।”

 

বক্তব্যের শুরুতেই তিনি শহীদ, আহত ও নিপীড়িতদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগের কারণেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে। সারা জাতি চিরদিন তাদের কাছে ঋণী থাকবে।”

 

সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তনের বিষয়টি তুলে ধরে ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থান জাতিকে পুরনো বিতর্ক ও অচল আলোচনা থেকে মুক্ত করে নতুন দিগন্তে নিয়ে এসেছে। সংবিধান সংশোধন ও প্রশাসনিক কাঠামোর সংস্কারের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।”

 

তিনি আরও যোগ করেন, “এই পরিবর্তনের ভেতর দিয়ে আমরা নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে অন্তর্ভুক্ত করছি। এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং এটি জাতির পুনর্জন্ম।”

 

উল্লেখ্য, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এই সনদে গণতন্ত্র, স্বচ্ছতা, ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
 

এই বিভাগের আরো খবর