মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রের সমস্যা জটিল, লন্ডন যাত্রা স্থগিত

নাজমুল হুদা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখনো এয়ার অ্যাম্বুলেন্সে দীর্ঘ ভ্রমণের উপযুক্ত নয়। বিশেষ করে, তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যাটি বেশ জটিল পর্যায়ে রয়েছে।

এ পরিস্থিতিতে তাঁকে আপাতত ঢাকায় রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে প্রতিদিনই ডায়ালাইসিস করতে হচ্ছে।

 

 

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে চিকিৎসকরা এখনো ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন।

 

  • মূল জটিলতা: হৃদ্‌যন্ত্রের সমস্যা জটিল পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি তাঁর ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের মতো অন্যান্য সমস্যাও অপরিবর্তিত রয়েছে।

  • চিকিৎসকদের পর্যবেক্ষণ: চিকিৎসকদের পর্যবেক্ষণ হলো, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আশা করা কঠিন।

 

 

গতকাল সোমবার (৮ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল, সেটিও স্থগিত রাখা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণের অনুমতি পেয়েছে, তবে রোগীর শারীরিক অবস্থার কারণে ঢাকায় আসার সূচি পরিবর্তন হয়েছে।

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছেন এবং চিকিৎসার তদারকি করছেন।

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, "ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার দেখভাল করছেন।"

এই বিভাগের আরো খবর