সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৮

কোচিং সেন্টার শিহ্মক মালিককে গ্রেফতারের ঘটনাটি সুষ্ঠ তদন্তের দাবি

রাজীব আলী, রাজশাহীঃ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩  

সম্প্রতি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় র‍্যাবের হাতে কোচিং সেন্টারের মালিক সাগর কে আটকের ঘটনাটির সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছে। আটক কোচিং সেন্টারের মালিকের স্ত্রী মাহাবুবা খাতুন নীলা পৃথক পৃথক আবেদনে গত কাল রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান হুমায়ুন কবির ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি রাজশাহী জেলা প্রসাশক শামীম আহমেদের কাছে এ আবেদন করেছেন। মিসেস নীলা তার আবেদনে উল্লেখ করেন তার স্বামী মজনু আহমেদ সাগর দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সাথে রাজশাহী তে সাগর সাইন্স একাডেমী নামে একটি প্রাইভেট হোম পরিচলান করে আসছেন। এছাড়াও তিনি যৌথ ভাবে দুটি স্কুল আদর্শ বর্ণমালা স্কুল ও কলেজ নামে একটি প্রতিষ্ঠান নট ব্রিজ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীর সংখ্যা আট শতাধিক গত ১০ সেপ্টেম্বর বেলা  সাড়ে বারোটায় উপশহর মডেল প্রাইমারী স্কুলের তিন রাস্তার মোড়ে বাবু ভ্যারাইটি স্টোরের সামনে র‍্যার আমার স্বামী কে আটক করে এবং তার প্রাইভেট কারে তল্লাশী চালায়। এ সময় তার প্রাইভেট কার থেকে অস্ত্র ও মাদক উদ্ধার দেখানো হয়। যা কেউ বা কারা শত্রুতা পূর্বক আামার স্বামীর প্রাইভেট কারে অস্ত্র মাদক রেখে র‍্যার কে তথ্য দেয়। সাগরের স্ত্রী  মিসেস নীলা আরো বলেন র‍্যার একটি সুনামধন্য বাহিনী দেশে সন্ত্রাস দমনে উল্ল্যেখযোগ্য অবদান রেখে চলেছে। মিসেস নীলা ও তার পরিবার আবেদনে উল্লেখ করেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত হলেই কারা এ ঘটনার সাথে উড়িত তা সহজেই উদঘাটিত হবে।  
এ ব্যাপরে মিসেস নীলার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন সুষ্ঠ তদন্ত চেয়ে আমি আবেদন করেছি আশা করি আমার আবেদনর তদন্ত হবে। এ ব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,  পুলিশের আইজি,ও র‍্যাবের ডিজি আশু হস্তক্ষেপ কামনা করে। একই সাথে সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এই বিভাগের আরো খবর