বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ১৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, তিনি ইতোমধ্যেই তার কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি পদত্যাগের সময় প্রকাশ না করে জানান, “এ ব্যাপারে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।”

তিনি জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিশ্চিত হলেও কোন দল থেকে ভোট অংশ নিবেন বা স্বতন্ত্রভাবে অংশ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হবে।

 

ঢাকা-১০ আসন নিয়ে সম্ভাব্য দল নিয়ে প্রশ্নে তিনি বলেন, “আমি যতটুকু জানি ওখানে বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে কতগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।”

এই বিভাগের আরো খবর