বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৭

কুমিল্লা নগরীর পুরোনো গোমতী নদী থেকে ১ যুবকের মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম ফয়সাল

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১  

কুমিল্লা নগরীর চাঁনপুর এলাকার পুরোনো গোমতী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার হওয়া মরদেহটি নগরীর মোগলটুলী এলাকার ৩৫ বছর বয়সী মোঃ অপু হোসেনের বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।


স্থানীয় লোকজন জানান,রোববার সকালে পুরোনো গোমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়।স্থানীয়দের অভিযোগ,অপু নেশা করতেন।কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,অপুর দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না।তার পকেট থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন।

এই বিভাগের আরো খবর