রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ভন্ডুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫  


রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনায় সমাবেশ ভণ্ডুল হয়ে যায়।

 

জানা যায়, সমাবেশে বক্তব্য চলাকালে হঠাৎ পুলিশ জলকামান নিয়ে এগিয়ে আসে এবং জাপা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে现场ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

জাপা নেতাকর্মীদের অভিযোগ, অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল, কিন্তু বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

এই বিভাগের আরো খবর