বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৭

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত নিয়োগে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫  

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত নিয়োগ সংক্রান্ত নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এই নীতিমালা অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে।

মাউশির সহকারী পরিচালক (বেসরকারি কলেজ) মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত নির্দেশমালা অনুসরণ করা হবে।”
 

এই বিভাগের আরো খবর