সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

‘একজন ভালো আর সবাই খারাপ’—আ.লীগ আমলের এই প্রচার এখনো চলছে: তারেক

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া ‘একজন ভালো আর সবাই খারাপ’—এই প্রচার এখনো চলছে। তিনি এই প্রবণতাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এর দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

 

আজ সোমবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের ৭৫টি ইউনিটের এক হাজারের বেশি নেতা অংশ নেন।

 

 

কারও নাম উল্লেখ না করে, বিশেষত জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন:

 

"আমি ভালো আর সব খারাপ। এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে। দুঃখজনকভাবে হলেও ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধ হয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।"

বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে, বক্তব্য রাখার অধিকার তার আছে। কিন্তু "অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না।" তিনি এই ধারণাকে "গণতন্ত্রের জন্য অত্যন্ত ডেঞ্জারাস (বিপজ্জনক) একটা ব্যাপার" বলে মন্তব্য করেন।

 

 

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সহ আটটি বিষয়ে কীভাবে কাজ করবে, তা নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে।

 

তিনি ছাত্রদল নেতাদের বলেন, দেশের সৎ মানুষের শাসন বা ন্যায়বিচার স্থাপন নিয়ে অনেকে অনেক অস্পষ্ট বক্তব্য দেয়, কিন্তু মানুষের জীবনকে স্পর্শ করে এমন সুনির্দিষ্ট ও প্রিসাইজ (সুনির্দিষ্টভাবে) আলোচনা আর কোনো রাজনৈতিক দল করেছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

 

 

আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, প্রার্থীর ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে নেতাকর্মীদের ‘ধানের শীষের জন্য’ কাজ করতে হবে।

 

তারেক রহমান বলেন, আগামী দুই মাসের কাজ হলো বিএনপির এই সুনির্দিষ্ট পরিকল্পনাগুলোর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদের সমর্থন জোগাড় করা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল)।

 

এই বিভাগের আরো খবর