মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ১৮ ১৪৩২   ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩০

আরও ১৫ লাখ ডোজ কোভিড টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

শিশুদের সুরক্ষায় ৫-১১ বছর বয়সীদের টিকা দেওয়ার কার্যক্রম বাড়াতে কোভ্যাক্সের আওতায় এই টিকা অনুদান দেওয়া হচ্ছে।

দেশের শিশুদের জন্য দ্বিতীয় দফায় আরও ১৫ লাখ ডোজ ফাইজারের কোভিড-১৯ টিকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫-১১ বছর বয়সী শিশুদের সুরক্ষায় টিকা দেওয়ার কার্যক্রম বাড়ানোর অংশ হিসাবে কোভ্যাক্সের আওতায় এই টিকা অনুদান দেওয়া হচ্ছে।

এর আগে ৩০ জুলাই যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ফাইজার উৎপাদিত শিশুদের কোভিড টিকার ১৫ লাখ ডোজের চালান বাংলাদেশে আসে।

নতুন সহায়তা মিলিয়ে বাংলাদেশের জনগণের জন্য এ পর্যন্ত ৭ কোটি ৫০ লাখের বেশি কোভিড টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে পাওয়া কোভিড-১৯ টিকা অনুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণের পক্ষ থেকে।

এই বিভাগের আরো খবর