শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৫ ১৪৩২   ১৭ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

আমরা তো শাপলা দিতে বাধা দিইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে ধানের শীষ বাতিল করতে হবে—দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন,
“ভাই, আমরা তো তোমাদের শাপলা মার্কাতে বাধা দিইনি। কোন প্রতীক তোমাদের দেওয়া হবে, সেটা নির্বাচন কমিশনের বিষয়। তাহলে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?”

ফখরুল বলেন, ধানের শীষ এখন অপ্রতিরোধ্য প্রতীক, সারাদেশে এই প্রতীকের পক্ষে জোয়ার উঠেছে। তিনি অভিযোগ করেন, ধানের শীষকে ঠেকানোর ষড়যন্ত্র চলছে, কিন্তু এ প্রতীক জিতে গেলে “বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা পালাতে বাধ্য হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “যতই সংস্কার করা হোক, যত বুদ্ধিজীবী কৌশল আবিষ্কার করুক, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত দেশে প্রকৃত গণতন্ত্র ফিরবে না।”

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শাপলা প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করে এনসিপি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন,
“নির্বাচন কমিশনের সামনে দুটি পথ—হয় আমাদের শাপলা প্রতীক দিতে হবে, নয়তো প্রতীকের তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে।”

তিনি আরও দাবি করেন, “শাপলা প্রতীকের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, আর এটি পেতে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

এই বিভাগের আরো খবর