রোববার   ১৯ অক্টোবর ২০২৫   কার্তিক ৪ ১৪৩২   ২৬ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

আন্দোলনের মুখে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের **বাড়িভাড়া ভাতা বৃদ্ধি** করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব **মিতু মরিয়ম** স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে **শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা)** বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। এ সিদ্ধান্ত **আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর** হবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই বাড়িভাড়া ভাতা পরবর্তী **জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয়যোগ্য** হবে। এ সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও ব্যবস্থাপনা অবশ্যই সরকার অনুমোদিত **জনবল কাঠামো ও এমপিও নীতিমালা** অনুসারে হতে হবে।

 

এ ছাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে **কোনো বকেয়া প্রাপ্য হবেন না** শিক্ষক-কর্মচারীরা। সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে, আর ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে **বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন** বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

প্রশাসনিক মন্ত্রণালয়কে এ সংক্রান্ত **জি.ও. (সরকারি আদেশ)** জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে পৃষ্ঠাংকনের জন্য।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে **বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন** করে আসছেন বেসরকারি শিক্ষকরা। গতকালও তারা **আমরণ অনশন ও কালো পতাকা মিছিল** করেছেন। আজ দুপুরে শিক্ষা ভবন অভিমুখে **‘থালা-বাটি হাতে ভুখা মিছিল’** করার কর্মসূচি ছিল তাদের। এর মধ্যেই সরকার তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করল।
 

 

এই বিভাগের আরো খবর