সোমবার   ১৭ জুন ২০২৪   আষাঢ় ২ ১৪৩১   ১০ জ্বিলহজ্জ ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৬

আনহার আহমেদ চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৪  

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও ব্যবসায়ী আনহার আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গত মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আনহার চৌধুরী দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন।

আনহার চৌধুরী ইউএপি বোর্ড অফ ট্রাস্টিজে সূচনালগ্ন থেকেই সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি একজন সক্রিয় রোটারিয়ান। 

আনহার চৌধুরী ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

১৯৫০ সালে সিলেট নগরীর দরগাহ গেটের ‘ভাটিপাড়া হাউস’ এ মরহুম আবুল হাসানাত চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তিনি  স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ইউএপি পরিবার গভীরভাবে শোকাহত। 

বুধবার বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে নামাজে জানাজা শেষ তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।হয়। 

এই বিভাগের আরো খবর