শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

অবরোধের সমর্থনে কেন্দ্রীয় ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

অবরোধের সমর্থনে ঢাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে খিলগাঁও এলাকায় অবরোধ সমর্থনে মিছিল করেন তারা।

ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতিনাছির উদ্দীন নাছির, আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মো. মোস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহসাংগঠনিক ইমরান নওশাদ ও সদস্য মো. শাহেদ হাসান।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ন কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূঁইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল, কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব ও সদস্য মনিরুজ্জামান টিটু এবং রাফাত জামান গাফ্ফার আহ্বায়ক, সবুজবাগ থানাসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা।

এই বিভাগের আরো খবর