বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২০ ১৪৩২   ১৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫  

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ—এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে এ আদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

 

আপিল বিভাগ জানায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন নিয়ে করা রিট খারিজে হাইকোর্টের সিদ্ধান্ত যৌক্তিক। তাই এ সিদ্ধান্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই।

 

শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, “আজকের রায়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সব পথ বন্ধ হয়ে গেল।”

 

গত বছরের ডিসেম্বরে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মহসীন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। হাইকোর্ট রিট খারিজ করে জানায়—জনগণের স্বীকৃতির ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার বৈধ। পরে তিনি এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন, যা আজ খারিজ হলো।

এই বিভাগের আরো খবর