রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৫ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়ার তথ্য গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫  

নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ বা বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেক সরিয়ে নেওয়ার খবরকে গুজব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মোতায়েনকৃত সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য তুলে নেওয়া হবে—এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য।”

 

এর আগে গত মঙ্গলবার কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সরকারের দুই শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওই খবর প্রচারিত হয়।

 

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ তা স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, “এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। মাঠে দায়িত্ব পালনরত সেনা সদস্যরা তাদের দায়িত্ব যথারীতি পালন করছেন।”

 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে গত বছর ১৭ সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে সরকার।
 

 

এই বিভাগের আরো খবর