বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৩ ১৪৩২   ০৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

হাসিনা, জয়, পুতুলের দণ্ড—তিন মামলায় রায়ের ঘোষণা

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫  

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

 

রায়ে জানানো হয়—

 

  • শেখ হাসিনাকে তিন মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড

  • সজীব ওয়াজেদ জয়কে পৃথক মামলায় ৫ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

  • সায়মা ওয়াজেদ পুতুলকে অপর একটি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মামলাগুলোতে মোট আসামি ২৩ জন হলেও আনুষ্ঠানিকভাবে সংখ্যা ৪৭। সকল মামলার মধ্যে মাত্র একজন আসামি, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার খালাস পেয়েছেন।

 

এ ছাড়া গ্রেপ্তার অবস্থায় থাকা আসামি মোহাম্মদ খুরশীদ আলমকে তিন মামলাতেই ১ বছর করে মোট ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

গত ১৭ নভেম্বর তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর আগে ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
এক মামলায় আসামি ১২ জন, দ্বিতীয়টিতে ১৭ জন এবং তৃতীয়টিতে ১৮ জন।

 

দুদক চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে মোট ছয়টি মামলা করেছিল। সে ছয়টির মধ্যে তিনটির রায় আজ ঘোষণা হলো। মামলাগুলোতে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি হিসেবে ছিলেন।

 

এর আগে, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। ওই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

এই বিভাগের আরো খবর