শনিবার   ২৭ জুলাই ২০২৪   শ্রাবণ ১২ ১৪৩১   ২০ মুহররম ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৮

কবিতা

হারিয়ে গেলাম স্বপ্ন নিয়ে

লেখক: খোকণ হাসান 

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪  

কোথায় আমার দেশ কোথায় আমার জীবন।

সুয়ে আছি কোথায় নেই জানা তাহা।

আমি কেনো এতো নিঃশ্বো,আমার জন্ম কোথায়।

চেয়ে আছি আমার দেশের মাটির দিকে,কেনো সে আমায় দেখেনা?

আমি শুনেছি কেউ আমায় দেখতে এসেছিলো।

খুঁজে দেখি সে হৃদয় থেকে বেরিয়ে আমায় দেখতে আসে! 

আমি নির্বোধ শব্দ হারিয়ে আজ হারিয়ে ফেলা স্বপ্নের দিকে তাকিয়ে।

তোমার তরে ঠেকায় মাথা তোমার তরেই থাকতে তে চাই নিও আমায় তোমার কোলে ও আমার দেশের মাটি।

কেউ নেই আজ তুমি ছাড়া আমার স্বপ্ন গুলো ও ছেড়ে গিয়েছে।

আমায় রেখে দিও তোমার কোলে ও আমার দেশের মাটি।
 

এই বিভাগের আরো খবর