মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

হাতিয়ায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৫

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫  

নোয়াখালীর হাতিয়ায় চর আতাউর ও জাগলার চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জাগলার চর এলাকায় এই ঘটনা ঘটে।

 

হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম জানান, সকালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এবং এতে একাধিক ব্যক্তি প্রাণ হারান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখনও সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী এই চরের জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী একই জমি দখলে নিতে চায় এবং বেশি দামে বিক্রি শুরু করলে বিরোধ সৃষ্টি হয়।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্য চারজনের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল।

নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অন্যান্য নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্গম চরাঞ্চলে আরও হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

 

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, পুলিশ বিকাল ৪.৩০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এই বিভাগের আরো খবর