শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১০

সোনাহার ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

​​​​​​​পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

পঞ্চগড়ে'র দেবীগঞ্জ উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে আওয়ামীলীগের  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের দ্বিমুখী উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসভ্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি ও জামায়াতকে দেশে আর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার  ও মিথ্যাচার বন্ধ করতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামীলীগ নেতাকর্মীরা। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন শাখার আওয়ামীলীগ, কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ আয়োজিত এ সমাবেশ উপস্থিত ছিলেন ৬নং মল্লিকাদহ ইউনিয়ন শাখার  আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল ,সাধারণ সম্পাদক,ইব্রাহিম খলিল মামুন শাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনঞ্জুরুল ইসলাম (বাবু), ,যুবলীগের আহ্বায়ক  হাবিবুর রহমান,  ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শ্রী সুকুমার রায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক শাহ, ছাত্রলীগের সভাপতি মোজাহেদুল ইসলাম, তুলশী দাস মহন্ত (টুটুল) সহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উপস্থিত আওয়ামী নেতা কর্মিরা তাদের বক্তব্যে বলেন, বিএনপি ও জামায়াতকে মোকাবেলা করতে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শান্তি সমাবেশে নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। এছাড়াও শান্তি সমাবেশ ইউনিয়ন  আওয়ামীলীগ,কৃষক লীগ,যুবলীগ, স্বচ্ছাসেবীলীগ ও ছাত্রলীগের সকল নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও জনগনকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর