বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

সাগর-রুনির মতো কতবার বিচার পেছাবে আল্লাহ জানেন: হাদির স্ত্রীর

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬  

জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়া নিয়ে গভীর শঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেছেন তার সহধর্মিণী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের মতো হাদি হত্যার বিচারও কতবার পেছাবে, তা কেবল আল্লাহই জানেন।

8888

 

রাবেয়া ইসলাম সম্পা তার পোস্টে বিচারহীনতার ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, "ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার। এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির বিচারের লড়াই।" তিনি প্রশ্ন তোলেন, বিচার নিশ্চিত করতে রাষ্ট্র আর কত মাস, দিন বা ঘণ্টা সময় নেবে?

 

সরকারের দেওয়া সুযোগ-সুবিধার বিষয়ে অনীহা প্রকাশ করে তিনি স্পষ্ট জানান, "আমার একমাত্র লক্ষ্য হলো স্বামী হত্যার বিচার এবং আমাদের সন্তান ফিরনাসের একটি নিরাপদ ভবিষ্যৎ। এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই।" তিনি হুশিয়ারি দিয়ে বলেন, হাদি এখন আর কেবল একটি পরিবারের নয়, বরং পুরো বাংলাদেশের। তাই বিচার কাজে দেরি করলে দেশের মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হবে। হাদি হত্যার বিচার না হলে ভবিষ্যতে এই রাষ্ট্রে আর কেউ কারো জন্য রাজপথে নামবে না বলেও তিনি মন্তব্য করেন।

এই বিভাগের আরো খবর