বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

‘সচিবালয় ভাতা’ পাওয়ার দাবিতে আন্দোলন করা ১৪ জন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট আদালতে গ্রহণের নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সরকারি সূত্র জানিয়েছে, সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের (সিএসইপিপি) সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলামও রয়েছেন।

 

এছাড়া বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল; তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব; এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক।

 

গত ১০ ডিসেম্বর ওই কর্মচারীরা প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে আটক করে রাখেন। আন্দোলনটি মূলত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে পরিচালিত হয়। পরের দিন আবার আন্দোলন শুরু করলে নেতৃত্ব দেওয়া কর্মচারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে রিমান্ডে পাঠানো হয়।

 

সূত্র জানায়, ১০ ডিসেম্বর বেলা আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দপ্তরের ভেতরে আটক ছিলেন। পরে পুলিশের সহায়তায় তিনি দপ্তর ত্যাগ করেন। আন্দোলনের পরও দাবি পূরণে আশ্বাস দেওয়ার পরদিন কর্মচারীরা আবার আন্দোলনে নামে। সরকারি সতর্কবার্তা উপেক্ষা করে মাঠ ছাড়েনি তারা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেয় এবং সচিবালয়ের ভেতর থেকে কয়েকজনকে আটক করে।

 

এই বিভাগের আরো খবর