বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

শেরিং টোবগের ঢাকায় আগমন শনিবার, তিনটি চুক্তি সইয়ের প্রস্তুতি

তরুনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫  

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তাঁর আগমনকে ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

 

শনিবার সফর শুরুর দিন প্রধান উপদেষ্টা শেরিং টোবগের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকের আগে দুই নেতা একান্ত আলাপে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো প্রধানভাবে স্থান পাবে।

 

সফর উপলক্ষে বাংলাদেশ–ভুটান সরকারের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

তিন দিনের এ সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

 

এই বিভাগের আরো খবর