বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩

শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই রাষ্ট্রপতির কাছে

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি বলেছিলেন, তাঁর কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র আছে। কিন্তু বাস্তবে সেই দাবির কোনো দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই।

 

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, “যেদিন প্রধানমন্ত্রী দেশ ছাড়লেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন—প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগপত্র আমার কাছে আছে। কিন্তু প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, তাহলে কবে এবং কাকে তিনি পদত্যাগপত্র দিলেন? রাষ্ট্রপতি সেদিন দেশের পরিস্থিতি সামাল দিতে নিজের ঘাড়ে দায় নিয়েছিলেন।”

 

হাবিবুর রহমান আরও বলেন, “পরে সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানতে চান পদত্যাগপত্র কোথায়। তখন রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানান, তাঁর কাছে কোনো লিখিত প্রমাণ নেই। এই খবর জানার পর অনেকেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করতে শুরু করেন।”

 

তিনি বলেন, “আমি তখন বলেছিলাম, এই সরকার যেহেতু ঐকমত্যের ভিত্তিতে গঠিত এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাই তাঁকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই তা হতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান, তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে, যা অস্থিরতা বাড়াবে।”

 

বিএনপির এই নেতা আরও মন্তব্য করেন, “একদিন দেখি হঠাৎ সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হচ্ছে। অথচ তিনি তখনও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন, ততক্ষণ পর্যন্ত সরকারি ও বিদেশি দপ্তরগুলোতে তাঁর ছবি থাকা উচিত।”
 

 

এই বিভাগের আরো খবর