শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

শহীদ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রয়াণে আজ শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক জরুরি ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই শোক ঘোষণা করেন।

শহীদ হাদির স্মরণে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

 

আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে:  প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু সাথে না আনেন।  নিরাপত্তার স্বার্থে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।  জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও খেজুর বাগান ক্রসিং এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। ডিএমপি থেকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

 

 

৩২ বছর বয়সী ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সাহসী কণ্ঠস্বর। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

মৃত্যুর আগে হাদি বলেছিলেন: “ভয় পেয়ে ৫০ বছর বেঁচে থেকে লাভ নেই, যদি এই বেঁচে থাকা সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে না পারে।”

 

 

 

১২ ডিসেম্বর (শুক্রবার): পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নির্বাচনী প্রচারকালে মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর মাথার বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। ১৩-১৪ ডিসেম্বর: প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। ১৫ ডিসেম্বর (সোমবার): সরকারি উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার): সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯ ডিসেম্বর (শুক্রবার): তাঁর মরদেহ দেশে পৌঁছায় এবং প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

 

 

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান, মার্কিন দূতাবাস, ব্রিটিশ হাই কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকার শহীদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের আজীবন দায়িত্ব গ্রহণ করবে।

হাদি হত্যা মামলার তদন্তে এখন পর্যন্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে।

এই বিভাগের আরো খবর