সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

শরীয়তপুরে কৃষকদের মাঝে সোলার লাইট ট্রাপ ও এলএলপি পাম্প বিতরন

নূরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি।

প্রকাশিত: ২৪ জুলাই ২০২০  

শরীয়তপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকের মাঝে কৃষি সংরক্ষণ ও পরিচর্যা উপকরন বিতরন করা হয়েছে। 

উপকরণের মধ্যে রয়েছে ২০ সেট সোলার লাইট ট্রাপ ও ১০ সেট এল এল পি পাম্প। 

এ উপলক্ষে গত ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলা কৃষি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি প্রকৌশলী  মোঃ মোক্তার হোসেন । এ  সময় কৃষি কর্মকর্তা বলেন সোলার লাইট ট্রাপ দ্বারা পোকা নির্ণয় পদ্ধতি ও দমন ব্যবস্হাপনা কৌশল জানা যায়। এটি পরিবেশ বান্দ্ধব, এর মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় দমন করা যায়। এল এল পি পাম্পের মাধ্যমে ভূ- উপরিস্থ পানি লাইনের মাধ্যমে ফসলী জমিতে প্রদান করা যায়। 

খরা মৌসুমে এর মাধ্যমে পানি সরবরাহ করা যায়। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, পোকা নির্ণয় ও দমনে পরিবেশ বান্ধব এ পদ্ধতি অত্যান্ত কার্যকর। এর মাধ্যমে চাষীরা উপকৃত হবে। তিনি আরো বলেন , কৃষি বান্ধব বর্তমান সরকারের নানা পদক্ষেপে দেশ খাদ্য সংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানী করতেছে।

এই বিভাগের আরো খবর