সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৮

লাকসামে প্রবীণ আ’লীগ নেতা মফিজুর রহমানের মৃত্যু

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়া চৌঁ গ্রামের মৃত. হামিদ আলীর ছেলে প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ মফিজুর রহমানের (৯২) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ইন্নালিল্লাহে.......... রাজেউন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১:১০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি কয়েক মাস যাবত ফুসফুসে সংক্রমণের কারণে অসুস্থ্য ছিলেন। শনিবার (২৫জুলাই) বাদ জোহর মরহুমের জায়নামাজ শেষে পারিবারিক কবরেস্থানে দাফন করা হয়েছে।


প্রবীন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আজগরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ মোবারক হোসেন। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।


ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর এই চলে যওয়ায় অত্র অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হলো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরো খবর