সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০০

লাকসামে প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগ

মোঃ হুমায়ুন কবির মানিক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

কুমিল্লার লাকসামে আজাদ উল্লাহ নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ  ঘটনা ঘটে। এ বিষয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মাওলানা আছমত উল্লাহর ছেলে আজাদ উল্লাহ মানসিক প্রতিবন্ধী। প্রায়সময় আজাদ বাড়ি থেকে বের হলে প্রতিবেশী নুর মিয়ার ছেলে সাইফুল ইসলাম তাকে বিভিন্ন ভাবে উত্তক্ত করতো। শনিবার রাত ৮টার দিকে আজাদ বাড়ির পাশে দোকানে গেলে পুনরায় সাইফুল তাকে উত্তক্ত করে। এসময় আজাদ প্রতিবাদ করায় সাইফুল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে দোকানের পানির গ্লাস ভেঙে আজাদের মুখে আঘাত করায় তার বাম গাল ছিঁড়ে অস্বাভাবিক ভাবে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তার শোর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সাইফুল পালিয়ে যায়। প্রতিবন্ধী আজাদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুলকে মোবাইল ফোনে একাধিকবার কল করেও বক্তব্য নেয়া যায়নি।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর