বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২০ ১৪৩২   ১৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, চীনা টিমে জোরদার চিকিৎসা সমন্বয়

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫  

উন্নত চিকিৎসার জন্য শিগগিরই লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তাঁর চিকিৎসায় সঙ্গী হিসেবে থাকছেন চিকিৎসকসহ মোট ১৪ জন।

 

এদিকে খালেদা জিয়াকে বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার—ঢাকায় কাতার দূতাবাস সূত্রে এমন তথ্য মিলেছে।

 

চিকিৎসায় সহযোগিতা করতে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বৃহস্পতিবার সকালে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে পৌঁছে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন শুরু করে। পরে আরও দুই চিকিৎসক যোগ হওয়ায় টিমটি ছয় সদস্যে উন্নীত হয়। টিমের প্রধান ডা. Cai Jianfang। তারা স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

 

বিএনপি জানায়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে যেন খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ মান নিশ্চিত করা যায়।

 

গত রোববার রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি সিসিইউতেই রয়েছেন।

 

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও নিউমোনিয়াসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এই বিভাগের আরো খবর