শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

রেকর্ড ৬০০ কোটি টাকা পাবে বিশ্বকাপজয়ী দল

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানির ঘোষণা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজমানি গত আসরের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

 

 

আগামী আসরে যে দল শিরোপা জিতবে, তারা পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকার সমান। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এবার সেই অঙ্ক এক লাফে অনেকটা বেড়ে গেল।

 

 

 

অবস্থান প্রাইজমানি (ডলার) বাংলাদেশি টাকায় (প্রায়)
চ্যাম্পিয়ন ৫ কোটি ডলার ৬১০ কোটি টাকা
রানার্সআপ ৩ কোটি ৩০ লাখ ডলার ৪০৩ কোটি টাকা
তৃতীয় স্থান ২ কোটি ৯০ লাখ ডলার ৩৫৪ কোটি টাকা
চতুর্থ স্থান ২ কোটি ৭০ লাখ ডলার ৩৩০ কোটি টাকা
কোয়ার্টার ফাইনালিস্ট ১ কোটি ৯০ লাখ ডলার ২৩২ কোটি টাকা
শেষ ১৬ (রাউন্ড অব ১৬) ১ কোটি ৫০ লাখ ডলার ১৮৩ কোটি টাকা
শেষ ৩২ (রাউন্ড অব ৩২) ১ কোটি ১০ লাখ ডলার ১৩৪ কোটি টাকা
গ্রুপ পর্ব (বিদায়ী দল) ৯০ লাখ ডলার ১১০ কোটি টাকা

 

 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৭ কোটি ২০ লাখ ডলার খরচ করা হবে প্রতিটি অংশগ্রহণকারী দলকে ১৫ লাখ ডলার (প্রায় ১৮ কোটি টাকা) করে প্রদানের জন্য, যা তাদের প্রস্তুতিমূলক কাজ (ভ্রমণ, ট্রেনিং ক্যাম্প ও লজিস্টিকস) সম্পন্ন করতে সহায়তা করবে। অর্থাৎ, গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও একটি দল সব মিলিয়ে অন্তত ১০.৫ মিলিয়ন ডলার নিশ্চিতভাবে পাচ্ছে।

 

 

সম্প্রতি টিকিটের অতিরিক্ত দামের কারণে সমর্থক ও ফুটবলারদের তোপের মুখে পড়েছিল ফিফা। প্রতিবাদে টিকিটের দাম কমিয়ে সর্বনিম্ন ৬০ ডলারে নামিয়ে এনেছে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “এবারের এই প্রাইজমানি বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।”

 

উল্লেখ্য, ৪৮টি দল নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।

এই বিভাগের আরো খবর