সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

রেকর্ড দামে বিক্রি হলো কিংবদন্তি ব্র্যাডম্যানের গ্রিন ক্যাপ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

 

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে রেকর্ড ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

অস্ট্রেলিয়া ডে উপলক্ষে আয়োজিত নিলামটি পরিচালনা করেছে লয়েডস অকশনস। নিলামে সর্বোচ্চ দরদাতার পরিচয় গোপন রাখা হয়েছে। তবে আয়োজকরা জানিয়েছে, “ওই অস্ট্রেলিয়ান সংগ্রাহক ক্যাপটি একটি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ান জাদুঘরে জনসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করবেন।”

 

এই ব্যাগি গ্রিন ক্যাপটি ব্র্যাডম্যান নিজে ভারতের টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে উপহার দিয়েছিলেন। সোহোনির পরিবার প্রায় তিন প্রজন্ম ধরে ৭৫ বছরেরও বেশি সময় ধরে ক্যাপটি সংরক্ষণ করেছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকা এবং চমৎকার অবস্থায় থাকা ক্যাপটি নিলামের উচ্চমূল্যের প্রধান কারণ।

 

ক্রিকেট ইতিহাসে ব্র্যাডম্যান অনন্য স্থান অধিকার করে রেখেছেন। ১৯৪৮ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ৯৯.৯৪ গড়ে, যা আজও অক্ষুণ্ণ। উল্লেখ্য, লন্ডনের দ্য ওভালে নিজের শেষ টেস্ট ইনিংসে তিনি দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন।

 

ব্র্যাডম্যানের সময়কার ব্যাগি গ্রিন ক্যাপ অত্যন্ত বিরল; বর্তমানে তার অধিকাংশ ক্যাপ বিভিন্ন জাদুঘর বা ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত।

এই বিভাগের আরো খবর