শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৪

রাজশাহীর ভক্তদের সঙ্গে দেখা করবেন নিরব

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব হোসেনের ব্যস্ততা বেড়েছে। সিনেমার বাইরেও বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

এরই ধারাবাহিকতায় আজ (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজশাহীর ভক্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নিরব। এ কথা নিবর নিজেই নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে নিরব এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমি আসছি আজ বিকাল ৪টায় আল হারামাইন পারফিউমের ১৬তম শাখা, রাজশাহীর বোয়ালিয়ায়, রয়েল রাজ হোটেলে। এর উদ্বোধন অনুষ্ঠানে অপরূপ সুগন্ধির দুনিয়ায় আবিষ্কার করুন নিজেকে। দেখা হচ্ছে সবার সঙ্গে।

এদিকে আসছে ১৬ ফেব্রুয়ারি ‘ছায়া বৃক্ষ’ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এ সিনেমা পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে নিরব ছাড়াও করেছেন অপু বিশ্বাস, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভীর আহমেদ সিডনি।
 

এই বিভাগের আরো খবর