শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬০

মৌলভীবাজার ১ আসনে স্বতন্ত্র  এম.পি.প্রার্থী ফারুক আহমদ  আপিল করেছ

মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

মৌলভীবাজার-১ (জুড়ী বড়লেখা) আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ  মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ফারুক আহমদ  এখন তিনি আপিল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত তিনি।

মৌলভীবাজার-১ ( জুড়ী বড়লেখা ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া ফারুক আহমেদের  মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে গত সোমবার (৪ ডিসেম্বর) এ ঘোষণা দেন তিনি। 

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্রের সাথে দেওয়া তথ্য মতে এক শতাংশ ভোটারের সমর্থক স্বাক্ষরে ঘাটতি ছিল একারনে প্রার্থীতা বাতিল করা হয়।

এ ব্যাপারে ফারুক আহমদ  শুক্রবার  (৮ ডিসেম্বর) প্রতিবেদককে বলেন- ‘আমি প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছি। আমি খুবই আশাবাদী এবং নিশ্চিত যে আমার প্রার্থীতা ফিরিয়ে দেওয়া হবে। কারণ, ছোট্ট একটা অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ইচ্ছা করলে এটা কনসিডার করতে পারতেন।’

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। সেখানে আপলি বাতিল বা গ্রহণ হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন। এদিকে জানা গেছে- গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে স্বতন্ত্রপ্রার্থীদের ছাড় দিতে পজিটিভ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর