মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

মাঠ প্রশাসনের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

নাজমুল হুদা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশেষ ব্রিফিংয়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে সকাল ১০টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

গত সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বৈঠকে যারা উপস্থিত থাকছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এই ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে চারজন নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা:

মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব * স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)  মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ সারা দেশের নির্বাচন ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ ঢাকা এসে পৌঁছেছেন।সব বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার।পুলিশের সব উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)। সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

 

ব্রিফিংয়ের মূল লক্ষ্য ও এজেন্ডা ইসি সূত্র জানায়, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আজকের বৈঠকে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে। আলোচনার মূল বিষয়গুলো হলো:

অবাধ ও সুষ্ঠু পরিবেশ: ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো প্রকার প্রভাবমুক্ত ভোট গ্রহণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা: ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা এবং সেখানে বাড়তি নিরাপত্তা মোতায়েন। প্রশাসনিক সমন্বয়: নির্বাচন চলাকালীন মাঠ পর্যায়ের প্রশাসন ও পুলিশের মধ্যে কাজের সমন্বয়। গুজব প্রতিরোধ: নির্বাচন ঘিরে অপপ্রচার ও গুজব ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

 

নির্বাচন কমিশন মনে করছে, নির্বাচনের আগে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এই সরাসরি সংলাপ মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মনোবল বাড়াতে এবং নির্বাচনী নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর