শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৮

মাকে ছাড়া কীভাবে আমি সারাজীবন পার করবো: পূজা

বিনোদন প্রতিবেদক 

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার মা ঝর্ণা রায়। বাসাতেই চিকিৎসা চলছিল। মাকে হারিয়ে শোকাহত পূজা জানালেন, এমন শোক সহ্য করার শক্তি আপাতত খুঁজে পাচ্ছেন না তিনি।

পূজা বলেন, ‘এভাবে আমাকে একা করে মামুনি চলে যাবে আমি কল্পনাও করতে পারছি না। এই শোক আমি ভুলব কীভাবে। বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো। এর বেশি আর কিছুই বলার নেই। মাকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। সেগুলো পূরণে এখন একাই আমাকে যুদ্ধ করতে হবে। ভালো থেকো মা আমার। সবাই মামুনির জন্য প্রার্থনা করবেন।’

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন পূজার মা। ফেসবুক পোস্টে মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন নায়িকা। অভিনেত্রীর মা ডায়াবেটিসের রোগী ছিলেন। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রাখা হয় তাকে। কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় এনে চিকিৎসকের পরামর্শে রাখা হয়। আজ রোববার কোনো কিছু বোঝার আগে বেলা ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মারা যান তিনি।

এই বিভাগের আরো খবর