বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৩

মনোহরগঞ্জে এলজিইডি প্রকল্প অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মনোহরগঞ্জ  উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন সকল কাজের হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা, কাজের গুণগতমান নিশ্চিত করা, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা ও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কারিগরি কর্মকর্তা ও কাজে নিয়োজিত ঠিকাদারদের সাথে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মীর্জা মোঃ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক প্রমুখ।  উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদারের সভাপতিত্বে সভায় কারিগরি কর্মকর্তা ও উন্নয়ন কাজের নিয়োজিত ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর